তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। © সংগৃহীত
নিরাপদ সড়ক আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আজই (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি যাবে। এই চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে, কোনও বেসরকারি হাসপাতালে নয়।’
তিনি আরো জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া পোস্ট দেওয়া এসব বিভিন্ন কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করার পরিকল্পনা করছে তথ্য মন্ত্রণালয়।’