এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের কপাল পুড়লো

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ৯২ জনের এমপিওভুক্তির আবেদন না মঞ্জুর করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ২০১৬ সালের পর কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া ও ২০১৬ সালের পর কলেজে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন না মঞ্জুর করার সিদ্ধান্ত হয়। ওই সভার সিদ্ধান্ত মঙ্গলবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ পাওয়া স্নাতক পাস পর্যায়ের তৃতীয় শিক্ষকরা এমপিওভুক্ত হবেন। অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়োগ করা হয়নি এরূপ প্রতিষ্ঠানে তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না। আপিল বিভাগের একটি রায় অনুযায়ী তৃতীয় শিক্ষক এমপিওভুক্তির সুযোগ নেই। অর্থ বিভাগের নির্দেশনা ও আপিলের রায় অনুযায়ী তৃতীয় শিক্ষক এমপিওভুক্তির সুযোগ না থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া ৯২ জন তৃতীয় শিক্ষকের এমপিওভুক্তির জন্য দাখিল করা আবেদন না মঞ্জুর করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পর নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সুযোগ না থাকায় গভর্নিং বডির মাধ্যমে ২০১৬ সালের পরে ২০১৭- ২০১৮ সালে নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য দাখিল করা আবেদন না মঞ্জুর করা হলো । একই কারণে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষককে একইসঙ্গে এমপিওভুক্তর জন্য দাখিল করা আবেদন না মঞ্জুর করা হলো।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬