৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক   © ফাইল ফটো

সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি  এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পেনশনভোগীরা ৫ শতাংশ আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। আগামী মাস থেকে এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে।

রোববার (৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীরা প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনা পাবেন৷ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের সাথে এই প্রণোদনার অর্থ যুক্ত হতে পারে।


সর্বশেষ সংবাদ