© সংগৃহীত
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলতি অর্থবছরেই এমপিওভুক্ত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ তালিকায় হাজারখানেক প্রতিষ্ঠান থাকছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রায় আট বছর বন্ধ থাকার পর নতুন নীতিমালা অনুযায়ী, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজও শুরু করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, এমপিওভুক্তির নতুন নীতিমালা চুড়ান্ত হয়েছে। এখন নতুন এই নীতিমালর আলোকে শিগগিরই অনলাইনে এমপিও-প্রত্যাশিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। এ জন্য একটি সফটওয়্যার তৈরি হচ্ছে। আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (মাধ্যমিক) নেতৃত্বে একটি কমিটির খসড়াও প্রস্তুত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা দেশে কি পরিমাণ স্বীকৃত পাওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে এবং এর মধ্যে কতগুলো এমপিওভুক্ত হওয়ার মতো অবস্থায় আছে, সেগুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই কমিটি গঠনসহ আনুষঙ্গিক প্রাথমিক কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনকে।
এদিকে হাজারখানেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে মানবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকনেতারা। তাঁরা চান স্বীকৃতি পাওয়া সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হোক।