সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি স্পষ্ট করল মন্ত্রণালয়

২০ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভিত্তিক পরিচিতির সঙ্গে পুরোনো শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্ট করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

চিঠিতে বলা হয়, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী "আপাতত বলবৎ এ সংক্রান্ত অন্য কোনো বিধি-বিধানে যা থাকুক না কেন, কর্মচারীরা ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতনস্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হবেন।

এতে বলা হয়, এ নির্দেশনা অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরিবর্তে ২০টি গ্রেডের উল্লেখ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনয়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ মে ২০১৬ তারিখের একটি স্মারকের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তবে পূর্ববর্তী বিধি-বিধানের ভিত্তিতে উল্লিখিত ২০টি গ্রেডের মধ্যে পুরাতন ১ম শ্রেণি হলো গ্রেড-১ থেকে গ্রেড-৯, ২য় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড-১৩ [যে সমস্ত পদ ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলে সরকারি আদেশে (জিও) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে]।

চিঠিতে আরও বলা হয়, পুরাতন ৩য় শ্রেণি হলো গ্রেড-১৩। যে সমস্ত পদ গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলে সরকারি আদেশে (জিও) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়নি] থেকে গ্রেড-১৬। ৪র্থ শ্রেণি হলো গ্রেড-১৭ থেকে গ্রেড-২০।

হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬