জাতীয়করণের দাবিতে এবার আন্দোলনের ডাক শিক্ষকদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০২:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২০, ০২:০৩ PM
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। দাবি আদায়ে শিক্ষক সমাবেশ করবেন তারা।
আগামী ৫ অক্টোবর সকাল ১০ টায় শিক্ষক দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দেওয়ার দাবিতে শিক্ষকসমাজের সমাবেশের পরও দাবি আদায়ের ঘোষণা না এলে পরবর্তী কর্মসূচি আসবে।
আরো বলা হয়, শিক্ষকরা চরম আর্থিক কষ্টে দিনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশন ফি পরিশোধ করছে না অভিভাবকরা। ফলে শিক্ষকরা প্রাপ্ত পাওনাদি থেকে বঞ্চিত হচ্ছে।অভিভাবকদের সমস্যাও প্রকট। কাজ-কর্ম বন্ধ থাকায় তারা ছেলে-মেয়েদের টিউশন ফি দিতে সক্ষম নন।
এর আগে সমাবেশ ও দাবির বিষয়ে গত মঙ্গলবার জুম মিটিং করে বাংলাদেশ শিক্ষক সমিতি ও লিয়াজোঁ ফোরাম। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি।