ফ্রান্সে স্কুল খোলার পরের সপ্তাহে ফের বন্ধ ঘোষণা

১৯ মে ২০২০, ০৯:৪১ AM

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে এর আগে সব দেশের মতো ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এর আগে লকডাউনও শিথিল করা হয়েছে। কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে স্কুল খুলে দেয় ফ্রান্স। সপ্তাহখানেক আগে নতুন করে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।

কিন্তু সপ্তাহখানেক পরই এরই মধ্যে নামকরা সাতটি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, করোনাভাইরাসে শিশুরা আক্রান্ত হওয়ার জেরে বিদ্যালয়গুলো আবারো বন্ধ করে দেওয়া হলো।

এর আগে গত সপ্তাহে ফ্রান্সের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে খুলে দেওয়া হয়। সে দেশের শিক্ষামন্ত্রী জঁ মাইকেল ব্লাঙ্কার বলেছেন, গত সোমবার ৭০ জন শিশু আক্রান্ত হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার পর তারা ক্লাসে এসেছিল।

ফ্রান্সের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্তের জেরে নামকরা সাতটি বিদ্যালয় আবারো বন্ধ করে দেওয়া হয়েছে।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬