শিক্ষকদের বেতন বাড়ানোর কথা বলেননি জাতিসংঘ মহাসচিব

০৩ আগস্ট ২০২১, ০৬:৫৯ PM
দৈনিক শিক্ষা ডটকমের ফেসবুক পেজের পোস্ট

দৈনিক শিক্ষা ডটকমের ফেসবুক পেজের পোস্ট © স্ক্রিনশট

শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত বলে জাতিসংঘের মহাসচিবের বক্তব্য সংবলিত একটি খবর দেশের সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। গত রোববার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি টুইটের বরাত দিয়ে এমন খবর প্রচার করা হয়েছে। অথচ ওই টুইটে তিনি শিক্ষকদের বেতন বাড়ানোর কথা উল্লেখ করেননি।

শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত : জাতিসংঘ’ শিরোনামে আজ মঙ্গলবার দৈনিক শিক্ষা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে চলা করোনা মহমারিতে বিশ্বজুড়ে স্কুলভিত্তিক শিক্ষাব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সংকট কাটিয়ে উঠতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, শিশুদের ডিজিটাল শিক্ষার আওতায় নিয়ে আসাসহ শিক্ষকদের বেতন আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি।’

একই দাবি সংবলিত পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কয়েকটি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

অথচ আন্তোনিও গুতেরেস টুইটে বলেন, ‘মহামারি পরিস্থিতি থেকে কার্যকর মুক্তি পেতে শিক্ষকদের পেছনে, ডিজিটাল শিক্ষা কার্যক্রমে এবং ভবিষ্যতের জন্য উপযোগী ব্যবস্থা গড়ে তুলতে বিনিয়োগ প্রয়োজন।’

টুইটে বিনিয়োগ প্রয়োজন বলা হলেও শিক্ষকদের বেতন বাড়ানোর কোনো কথা নেই।

‘আমরা শিক্ষা সংকটের মাঝপর্যায়ে রয়েছি’ বলে উল্লেখ করে আন্তোনিও গুতেরেস টু্ইটে বলেন, ‘কোভিড-১৯-এর কারণে স্কুল বন্ধের ফলে (বিশ্বজুড়ে) ১৫ কোটি ৬০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আড়াই কোটি শিক্ষার্থী আর হয়তো (শিক্ষাজীবনে) ফিরতে পারবে না।’

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬