এসএসসি প্রশ্নপত্র প্রণয়নে ১৭ শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছে যশোর বোর্ড

যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড  © সংগৃহীত ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ভূগোল ও পরিবেশ এবং খ্রিষ্টধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে মোট ১৭ জন শিক্ষক অংশ নিচ্ছেন। গত রবিবার শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী শুক্রবার শেষ হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ভূগোল ও পরিবেশ, খ্রীষ্ট ধর্ম শিক্ষা বিষয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন করতে ১৭ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারমধ্যে ভূগোল ও পরিবেশ বিষয়ে রয়েছেন ১০ জন শিক্ষক। তারা হলেন খুলনার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান, বাগেরহাটের ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের মনিরুজ্জামান, চুয়াডাঙ্গার দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, সাতক্ষীরার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আড়মুখি জোর্য়াদ্দার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন আক্তার, যশোরের রুপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হযরত আলী, কুষ্টিয়ার ফয়েজান নেছা ও হাজী নিয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুবিনা সুলতানা, যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম মুসফিকুর রহমান।

খ্রীষ্ট ধর্ম শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছেন ৭ জন শিক্ষক। তারা হলেন খুলনার ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্জ্বল মন্ডল, বাগেরহাটের মোংলা সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিখা সরকার, সাতক্ষীরার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিমা মন্ডল, চুয়াডাঙ্গার কাপার্সডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিরণ মন্ডল, মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীমা হেলেনা, যশোরের সেক্রেটহার্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস আর কিলারা ভিলা মন্ডল ও সরকারি টি এ ফারুক স্কুল অন্ড কলেজের সহকারি শিক্ষক প্রতাম কুমার মন্ডল।

 

 


সর্বশেষ সংবাদ