যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ১০৯ জন

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী  © ফাইল ফটো

আগামী ৩০ জুন রোববার অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে এবছর এই পরীক্ষায় অংশ নেবে  ১ লাখ ২৪ হাজার ১৪৮ জন। ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৩৯ জন। এবছর ১৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী বেড়েছে। কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির পর শিক্ষাব্যবস্থা বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, এবছর এইচএসসি পরীক্ষায় ২৩০ টি কেন্দ্রে অংশ নেবে ৫৭৪ কলেজের ১ লাখ ২৪ হ্জাার ১৪৮ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর বেশি ছেলে পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ২১৩ জন, এবছর অংশ নেবে  ৬১ হাজার ৬১ হাজার ৮৭৮। বেড়েছে ৬ হাজার ৬৬৫ জন ছেলে পরীক্ষার্থী। একই সাথে বেশি মেয়ে পরীক্ষার্থী অংশ নেবে।

শাহীন আহমেদ জানান, গতবছর পরীক্ষায় অংশ নেয় ৫৫ হাজার ১৪২ মেয়ে পরীক্ষার্থী। এ বছর অংশ নেবে ৬২ হাজার ২৭০ জন। বেড়েছে ৭ হাজার ১২৮ মেয়ে পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ২১৬ পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৮৫ হাজার ৭৫২ পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ১৫ হাজার ১৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এর মধ্যে খুলনা জেলা থেকে পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৪৬৫ পরীক্ষার্থী, যশোর জেলায় ২০ হাজার ৪৯০ পরীক্ষার্থী, বাগেরহাট জেলায় ৮ হাজার ৬৬৩ পরীক্ষার্থী, সাতক্ষীরা জেলায় ১৩ হাজার ৯৪২ পরীক্ষার্থী, কুষ্টিয়া জেলার ১৬ হাজার ৩৫৯ পরীক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার ৭ হাজার ৭২২ পরীক্ষার্থী, মেহেরপুর জেলার ৪ হাজার ৪০৫ পরীক্ষার্থী নড়াইল জেলার ৫ হাজার ৭২৯ পরীক্ষার্থী, ঝিনাইদহ জেলার ১৬ হাজার ৩৮৪ পরীক্ষার্থী ও মাগুরা জেলা থেকে ৬ হাজার ৯৮৯ পরীক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষা অচল অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতির পর বর্তমানে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। লেখাপড়ায় মনোযোগী হয়েছে। এ কারনে পরীক্ষার্থী বেড়েছে।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence