৬ শিক্ষক-কর্মচারীকে ঢাকা বোর্ডে তলব

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  © ফাইল ফটো

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার ঢাকা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অভিযুক্ত শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান/সভাপতিকে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- ধামরাইয়ের যাদবপুর বি এম স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. আলী হায়দার, গাজীপুরের ঘাগটিয়ার আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের বরখাস্তকৃত প্রভাষব শিল্পী আক্তার, নারায়ণগঞ্জের রূপগঞ্জের নবকিশলয় হাই স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আখতারুননেছা, টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস সহকারী মো. মাহমুদুল হাসান, মুন্সীগঞ্জের শ্রীনগরের রুসদী উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস করণিক বিজয় কুমার মুখার্জী এবং টাঙ্গাইল সখিপুরের নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত নিরাপত্তা কর্মী মো. আরিফ খান। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence