এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বিলম্ব ফিসহ গতকাল সোমবার ফরম পূরণের শেষ সময় ছিল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি।