ঢাকা শিক্ষা বোর্ড
এসএসসিতে ফেল থেকে পাস করলেন ১০৯ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন স্কুলের ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। আবেদনকৃতদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৯ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েঠেছন ১০৯। সর্বমোট ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
পুনর্নিরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন