শিক্ষার্থী © ফাইল ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ২৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
জানা গেছে, প্রথম দিনে অনুপস্থিত থাকা ৩৩ হাজার শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ছিলো ১৬ হাজার ৬২৭ জন। আর মাদারাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ২৭৫ জন।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৮৬৬ জন, যশোর বোর্ডের ১ হাজার ৮২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬৮৩ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৯ জন, বরিশাল বোর্ডের ৯৯২ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৬৯৬ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
.png)