যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন 

২০ মে ২০২২, ০৮:৪৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানুষের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি জীবনে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানুষ এ যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে উঠেছেন। প্রতি মুহূর্তেই কোনো না কোনোভাবে মানুষ এতে অ্যাক্টিভ থাকছেন।

বর্তমানে ব্যক্তি জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই মাধ্যমের মধ্য দিয়ে একে অপরের নিকটে জানান দিচ্ছেন। অনেক সময় ফোন আনলক করে কারোর হাতে দিতে ভয় হয়ে থাকে। যদি কেউ গোপন এসব তথ্য এসব তথ্য দেখে ফেলেন তাতেই বাঁধে সমস্যা। তবে এর সমাধানও রয়েছে। জেনে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল…

১। শুরুতেই আপনার হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর হোম পেজে চলে যান। এরপর চ্যাট লিস্টের ডানদিকে তিনটি ডট দেখতে পারবেন। এতে স্পর্শ করুন।

২। Settings অপশনে যান। এরপর Account অপশনে টাচ করুন।

৩। সেখান থেকে Privacy অপশনে যান। এরপর তাতে ক্লিক করুন।

৪। প্রাইভেসি অপশনের নিচের দিকে ‘Fingerprint Lock’ অপশন পাবেন। এটিতে টাচ করুন।

৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করে নিন।

৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার হলেই আপনার হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর থেকে আপনি ছাড়া আর কেউ গোপন চ্যাট দেখতে পারবে না।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬