কল রিসিভের আগেই নাম জানাবে গুগল!

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ AM

© ফাইল ফটো

বিভিন্ন কোম্পানি বার বার গ্রাহককে ফোন দিয়ে নিজেদের প্রচারণা করে থাকে। আর বার বার এত ফোনে অনেক সময় বিরক্ত হয়ে থাকে গ্রাহকরা। যার কারণে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কল রিসিভ করা হয় না। হাতছাড়া হয়ে যায় এসব কল। এমন সমস্যা সমাধানে গুগল ‘ভেরিফাইড কলস’ নামের নতুন একটি ফিচার এনেছে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের আপডেট নিলে কোনো কোম্পানি থেকে কল আসলে তাদের নাম, চেকমার্ক, লোগো এবং নম্বর ভেসে উঠবে। এই তালিকায় বিমান কোম্পানি থেকে শুরু করে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পর্যন্ত নাম থাকবে।

তবে বিশেষ এই সুবিধা পেতে Google Phone অ্যাপ গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। শিগগিরই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে Verified Calls ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিকভাবে ভারত, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ফিচারটি পাবেন। ধীরে ধীরে যাবে অন্য দেশে।

ভুয়া ফোন এড়িয়ে চলতে, বা কে ফোন করছে তা জানতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই ট্রু-কলার অ্যাপটি ব্যবহার করেন। সেখানে শুধু কলারের নামই নয় আরও বিভিন্ন তথ্য পাওয়া যায়।

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬