কলেজ-বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে ওমান

২৭ আগস্ট ২০২০, ০৮:২৫ AM

ওমান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার নির্দেশনা দিয়েছে। গত ২৬ আগস্ট ওমানের বাদশাহ হাইতাম বিন তারিক এ বিষয়ে একটি রাজ নির্দেশনা জারি করেন। ওমানের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে। এ ছাড়া সমাজ সুরক্ষা সেবায় নিবন্ধিত কর্মীদেরও ল্যাপটপ দেওয়া হবে জানা যায়।

পরিসংখ্যান মতে, প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। এর ১৭ শতাংশ শিক্ষার্থী উল্লিখিত সেবা পাওয়ার উপযুক্ত। প্রযুক্তিভিত্তিক শিক্ষার উন্নয়নে ওমান সরকারের এমন উদ্যোগ শিক্ষাবিদদের বেশ প্রশংসা কুড়িয়েছে।

মাস্কাটের মডার্ন কলেজ অব বিজনেস অ্যান্ড সায়েন্সের প্রধান ড. খালফান আল আসমি বলেন, ‘এমন উদ্যোগ বাদশাহর উদার দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। কম্পিউটার বা ল্যাপটপ অতি প্রয়োজনীয়, কিন্তু তা সবার জন্য সহজলভ্য নয়। আর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করা শিক্ষার্থীরা তা ক্রয়ও করতে পারে না। নিম্নবিত্ত পরিবারকে অনেক কষ্ট করতে হয় তা জোগাড় করতে। কিন্তু এখন আর তাদের এ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না।’

উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ওমানে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, যা ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি অনলাইনভিত্তিক চলবে। নিম্নবিত্ত বলতে প্রথমত যাদের কোনো কিছুই নেই কিংবা যারা মাসে পাঁচ শ দিরহামের কম আয় করে তাদের বোঝায়। (সূত্র : দ্য ন্যাশনাল)

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬