© সংগৃহীত
বার্জারের ২৫তম তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিত ২০২০ চলছে। এই বছরের প্রতিযোগিতায় রজতজয়ন্তী উপলক্ষে থাকছে নানা আয়োজন। এজন্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রাহীদের আঁকা ছবি শিগগিরই পাঠানোর জন্যে বলেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বার্জারের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। ছবি পাঠানো যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
চিত্রকর্মের মাধ্যম: তেলরঙ, অ্যাক্রিলিক, জলরঙ, অঙ্কন, রেখাচিত্র, ছাপচিত্র এবং মিশ্রমাধ্যম
চিত্রকর্মের মাপ: ২৪*২৪ ইঞ্চি
ছবি পাঠানোর শেষ সময়: ২৮ আগস্ট, ২০২০
ছবি পাঠানোর ঠিকানা: silverjubilee@bypacbd.com
প্রতিযোগিতার নিয়মাবলী জানতে ক্লিক করুন: https://bit.ly/BYPAC