চন্দ্রাভিযানের অর্ধশতবছর উপলক্ষ্যে বিজ্ঞান জাদুঘরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড

২০ জুলাই ২০১৯, ০৬:৫০ PM

© টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রাভিযানের অর্ধশতবছর উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭.০০ টা থেকে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এ উপলক্ষে বিজ্ঞান জাদুঘরের মহাকাশ গ্যালারিতে সংযোজন করা হয়েছে Timeline of Space Exploration নামক চন্দ্রাভিযান ডিসপ্লে। সারাদেশ থেকে প্রায় ২৫০ প্রতিযোগি অ্যাস্ট্রো অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

এছাড়াও চন্দ্রে অবতরণের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রকেট মডেল বানানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক গৎ. গধীরস। ৩টি বিভাগে প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ৮ জন এবং জুনিয়র গ্রুপে ১৬ জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার প্রাপ্ত এই ২৪ জনকে নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুই দিনব্যাপি কর্মশালার আয়োজন করা হবে। সেখান থেকে নির্বাচিত সেরা ৫ জনকে রোমানিয়ায় অনুষ্ঠিত International Astro-Olympiad এ অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে। এছাড়াও ২জনকে রাশিয়ায় অধ্যয়ণের জন্য স্কলারশীপ প্রদান করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন চন্দ্রাভিযানের ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা তরুণ প্রজন্মের মেধাকে বিকশিত করতে চাই। মহাকাশকে ঘিরে বাংলাদেশেরও অনেক স্বপ্ন আছে। মানব সভ্যতার ক্রমবিকাশের সংগে মহাকাশ কেন্দ্রিক গবেষণা ও আবিষ্কার এখন সময়ের দাবী।

১৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চূড়ান্ত বিজয়ীদের তালিকা:

সিনিয়র গ্রুপ:
১. আবদুল্লাহ আল রাফি মাহমুদ - ঢাকা নটরডেম কলেজ
২. আদিব কবির - সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ
৩. অলিফ - ক্যান্টনম্যান্ট স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম
৪. মো. রবিউল ইসলাম খান - ঢাকা কলেজ
৫. মো. আবদুল্লাহ আল হাসিব সিফাত - শহিদ এইএইচএম কামরুজ্জামান গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী
৬. মো. নাঈমূর রহমান ভূইয়া - সরকারী বিজ্ঞান কলেজ, কুমিল্লা
৭. তানভির ইসলাম রানা - আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা
৮. ফয়সাল ইরফান - ঢাকা কলেজ

জুনিয়র গ্রুপ:
১. আহনাফ ইসলাম - এমসিএসকে, খুলনা
২. আতিফ আবসার - গভ: মুসলিম হাই স্কুল
৩. আবদুল্লাহ মোহাম্মদ মাহি - নটরডেম, ঢাকা
৪. নিলয় কুমার মন্ডল - রাজবাড়ী হাই স্কুল
৫. মো. জিম মিম সিদ্দিকী সোদা - নটরডেম কালেজ, ঢাকা
৬. অঙ্কন দে - চট্টগ্রাম কলেজিয়াট স্কুল
৭. আহমেদ সাদ সাবিট - বিএএফ শাহিন কলেজ, চট্টগ্রাম
৮. মাহি উদ্দিন আহমেদ - নটরডেম কলেজ, ঢাকা
৯. পল্লব কান্তি পাল - সিইএসসি, চট্টগ্রাম
১০. মো. আতিক ইয়াসির নিয়াজ - এমসিএসকে, খুলনা
১১. ফাহিম শাহরিয়ার খান - মনিপুর হাই স্কুল
১২. সাদমান সিদ্দিকী আকন - এমসিএসকে, খুলনা
১৩. সাজিয়া শাহরিন নেহা - ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ
১৪. তাহমিদ কাওসার ওয়াসি - নটরডেম কলেজ, ঢাকা
১৫. আনাম বিন মোরশেদ - শহীদ পুলিশ স্মৃতি কলেজ
১৬. অমৃতা জামান - স্যার জন উইলসন স্কুল

খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে নেতাকর্মীদের হ…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরুদ্ধারে আলোচন…
  • ১০ জানুয়ারি ২০২৬
রাশিয়া-চীন যাতে নিতে না পারে, সে জন্য গ্রিনল্যান্ডের ‘মালি…
  • ১০ জানুয়ারি ২০২৬
ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9