কর্মীদের ভাবাদর্শ শিক্ষা দিতে সফটওয়্যার বানালো উত্তর কোরিয়ার

১২ জুলাই ২০১৯, ০৫:৪১ PM

© সংগৃহীত

নিজ পার্টির সদস্য ও কর্মীদেরকে ভাবাদর্শের শিক্ষা দিতে সফটওয়্যার বানিয়েছে উত্তর কোরিয়া। চংসেও ১.০ নামের এই সফটওয়্যারটিতে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং এবং তার ছেলে সাবেক নেতা কিম জং-ইলের লেখনি রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞানকোষের মতো ইলেকট্রনিক বইয়ে দুই কিমের যুগান্তকারী কর্মকাণ্ড এবং গল্প রয়েছে। এ ছাড়াও বর্তমান নেতা কিম জং-উনকে নিয়েও বিভিন্ন উপাদান রয়েছে সফটওয়্যারটিতে।

লিনাক্সভিত্তিক উত্তর কোরিয়ার রেড স্টার এবং উইন্ডোজসহ বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং ডিভাইসে চলবে সফটওয়্যারটি। দেশের বিভিন্ন প্রান্তে সফটওয়্যারটি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সফটওয়্যারটি এখানেই থামছে না। ইতোমধ্যেই পরবর্তী সংস্করণ চংসেও ২.০ নিয়ে কাজ করছেন ডেভেলপাররা। এই সংস্করণে ভয়েস রিডিংয়ের নতুন অনেক ফিচার যোগ করা হবে।

সাম্প্রতিক সময়ে কিম ইল সাংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাবাদর্শ নিয়ে লিখতে শুরু করেন রোডং সিনমা। ৮ জুলাই মৃত্যুবার্ষিকীর দিন এতে বলা হয়, আমাদের প্রতিষ্ঠাতা কিমের শিক্ষা জানতে মানুষের আরও চেষ্টা করা উচিত।

উত্তর কোরিয়ার ধারণা অন্যান্য দেশগুলো প্রযুক্তির মাধ্যমে উত্তর কোরিয়ায় ঢুকতে চাচ্ছে। দেশের নাগরিকরা যাতে নিজেদের প্রযুক্তির মধ্যেই থাকে সেকারণেই এই সফটওয়্যার বানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার লক্ষ্য এমন প্রযুক্তিকে সাধুবাদ জানানো যেগুলো আসলেই তাদের কাজ ঠিকমতো করছে। আড়াই কোটি নাগরিকের দেশটিতে ৬০ লাখ মোবাইল ফোন ব্যবহার হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

চীনা যন্ত্রাংশ ব্যবহার করে নিজস্ব স্মার্টফোন বানিয়ে আসছে উত্তর কোরিয়া। এপ্রিল মাসে সর্বশেষ সংস্করণ পিয়ংইয়াং ২৪২৫ উন্মোচন করে তারা। বলা হচ্ছে ওয়াই-ফাই, ওয়্যারলেস চার্জিং এবং ফেসিয়াল-রিকগনিশন প্রযুক্তি রয়েছে এতে। এছাড়া কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে নাগরিকদেরকে স্থানীয় ইন্ট্রানেট ব্যবহারের অনুমতি দেওয়া হয় দেশটিতে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬