চাকরি পেতে অ্যাপল সার্ভার হ্যাক করে বসলেন ১৩ বছরের স্কুলছাত্র!

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি অ্যাপল। চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বটে। সেখানে আর দশজনের মতো ১৭ বছর বয়সী এক স্কুল ছাত্রও চাকরির জন্য অ্যাপলকেই পছন্দের শীর্ষে রেখেছিলো। তবে এজন্য সে সোজা পথে না হেটে বেছে নিয়েছে উল্টোপথ। চাকরি পাওয়ার আশায় অ্যাপলের সিস্টেম সার্ভারই হ্যাক করে বসে আছে!

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অ্যাডিলেডে এ ঘটনা ঘটেছে। চাকরি পাওয়ার আশায় অ্যাপলের সার্ভার হ্যাক করার কথা স্বীকার করে ওই স্কুল ছাত্র বলেছে, অপর এক কিশোরের সঙ্গে ২০১৫ সালে প্রথম অ্যাপলের সার্ভারে অনুপ্রবেশ করে তারা। ২০১৭ সালে ফের প্রবেশ করে অ্যাপলের কিছু অভ্যন্তরীণ নথি ডাউনলোড করে ওই দুই কিশোর। খবর: এবিসি ডট নেট।

ওই স্কুলছাত্র জানিয়েছে, যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ‘অভিজ্ঞতা’ কাজে লাগিয়ে প্রথমে সে একটি ভুয়া ডিজিটাল আইডি তৈরি করে। সেটি এমনভাবে তৈরি করা হয়, যাতে অ্যাপল সার্ভার তাকে নিজ প্রতিষ্ঠানের কর্মী মনে করে। ওই আইডি ব্যবহার করেিই সার্ভার থেকে অ্যাপলের অভ্যন্তরীণ নথি ডাউনলোড করে সে।

অবশ্য তার কর্মকাণ্ড শেষ পর্যন্ত গোপন থাকেনি। অ্যাপল বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে জানালে তারা অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশকে বিষয়টি অবহিত করে। এরপরই ওই স্কুলছাত্রকে পুলিশ আটক করে আদালতে হাজির করে। তার আইনজীবী মার্ক টুয়েগস বলেন, এটি অপরাধ, ‘তা তাঁর মক্কেল জানত না। সে ভেবেছিল, অ্যাপলকে হতবাক করে দিয়ে সেখানে চাকরি পাবে।

ঘটনাটি যখন ঘটে তখন তার মক্কেলের বয়স ১৩ বছর ছিলো জানিয়ে তিনি বলেন, অপরাধের তীব্রতা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ঘটনাটি জানাজানি হলে অ্যাপল তাকে ডেকে নিয়ে চাকরি দেবে বলে সে মনে করেছিলো। তবে এতে অ্যাপলের কোনো আর্থিক ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।

অবশ্য আদালতের বিচারক ডেভিড হোয়াইট অভিযুক্ত কিশোরকে কোনো দণ্ড দেননি। এর পরিবর্তে আগামী নয় মাস ভালো আচরণ করার শর্ত দেওয়া হয়েছে তাকে।

আরো পড়ুন:রেজাল্ট ৩.৩৩, যে কলেজে ভর্তি হচ্ছেন নায়িকা পূজা চেরি


সর্বশেষ সংবাদ