চলতি বছরের অক্টোবর মাসে নতুন তিনটি মডেলের আইফোন বাজারে আসতে পারে। এর মধ্যে একটি মডেলে এলসিডি ডিসপ্লের ব্যবহার হতে পারে। এ মডেলটি তুলনামূলকভাবে কম দামে বিক্রি হবে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিট জানিয়েছে, এবারের নতুন আইফোনে বেশ কিছু উদ্ভাবনী ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে আইফোনের পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। নতুন আইফোনের নাম নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। একে আইফোন ১১ বলা হতে পারে। তবে নতুন আইফোন ঘিরে ওঠা গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।