সড়ক দুর্ঘটনা রোধ করবে চশমা

০৬ জানুয়ারি ২০১৯, ০২:১৬ PM

© সংগৃহীত

গাড়ি ড্রাইভিংয়ের ক্ষেত্রে দিনের চেয়ে রাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। কারণ সামনের গাড়ির হেডলাইট থেকে আসা উজ্জ্বল আলোর প্রতিবিম্ব অন্য পাশের গাড়ির চালকের দেখার ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে যেকোনো মুহুর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতেই পারে। এ ধরনের সমস্যার কথা মাথায় রেখেই সম্প্রতি একটি চশমা তৈরি করেছে প্রযুক্তিবিদরা। উন্নত প্রযুক্তির এ প্রযুক্তি ব্যবহারে রাতে গাড়ি চালানো হবে  আরো সহজ ও নিরাপদ। এই চশমার নাম দেয়া হয়েছে ক্লিয়ার ভিউ নাইট গ্লাস।

আধুনিক প্রযুক্তির এই চশমা রাতে গাড়ি চালানোর সময় এক্স-রে ভিশন দেবে।অর্থাৎ এ চশমা পরার পর সামনের গাড়ির হেডলাইট, ল্যাম্পপোস্ট ও যেসব আলোর প্রতিবিম্বর কারণে সামনের বস্তুটিকে দেখা যায় না, সেসব আলো, অন্ধকার, কুয়াশা ইত্যাদি প্রতিকূলতার মধ্যেও পথঘাট অনেক বেশি স্পষ্ট ও পরিষ্কার দেখা যাবে।

ক্লিয়ার ভিউ নাইট গ্লাসের কার্যকারিতা

বিশেষায়িত এ হলুদ লেন্সের চশমা শতভাগ সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিহত করে, উজ্জ্বল ও নীল আলো ব্লক করে এবং স্বচ্ছতা বৃদ্ধি করে। এমনকি ঘোর অন্ধকারেও স্বচ্ছ দেখা যাবে এ চশমা পরলে। এর হলুদাভ লেন্স রাতে কনট্রাস্ট ভিউ তৈরিতে সহায়তা করে।

ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল, হবে বুলেট ও ট্যাংকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬