আবারও মোবাইল ইন্টারনেটের থ্রি-জি এবং ফোর-জি সেবা বন্ধ করা হয়েছে। শনিবার বেলা তিনটার পর থেকে দেশজুড়ে এ সেবা বন্ধ করা হয়। আগামীকাল রবিবার ভোটের দিন রাত ১২টা পর্যন্ত এ সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তবে থ্রি-জি এবং ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ হলেও চালু থাকবে মোবাইলের টু-জি ইন্টারনেট সেবা। ফলে দ্রুতগতির এই ইন্টারনেট সেবা বন্ধ থাকার দরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও কোন ধরনের ছবি বা ভিডিও পাঠানো সম্ভব হবেনা। তবে যথারীতি চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা বলেন, সারা দেশে ফোর-জি ও থ্রি-জি মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নির্দেশনায় থ্রিজি ভয়েস এবং টু জি ইন্টারনেট ও ভয়েস সেবা চালু রাখতে বলা হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর পর্যন্ত ১০ ঘন্টাব্যাপী দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল সেবা বন্ধ ছিল।