© টিডিসি ফটো
দেশের শীতার্ত মানুষদের সাহায্য করতে ‘কম্বল মিশন’ নামে একটি অনন্য ডিজিটাল উদ্যোগ হাতে নিয়েছে শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি। ডিজিটাল এই প্লাটফর্মটির মাধ্যমে সমাজের সমব্যাথী ব্যক্তিরা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।
কম্বল বিতরণ করতে আগ্রহীদের www.missionkombol.com নামের এই মাইক্রোসাইটটি ভিজিট করতে হবে। রবি’র ফেসবুক পেজের মাধ্যমেও সাইটটি ভিজিট করা যাবে। কম্বল কেনা এবং শীতার্ত অসহায় মানুষের কাছে তা পৌঁছে দেয়ার জন্য কম্বলপ্রতি ৪০০ টাকা প্রদান করতে হবে। এ প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান বেসরকারি এনজিও টিএমএসএস। অনুদানের টাকা সরাসরি টিএমএসএস’র অ্যাকাউন্টে চলে যাবে এবং তারাই কম্বলগুলো বিতরণ করবে।
একজন ব্যক্তি ১০০টি পর্যন্ত কম্বল দান করতে পারবেন। অনুদানকারী কতগুলো কম্বল দিতে চান তা নির্দিষ্ট করার পর সহজ ধাপ পেরিয়ে (ডেবিট/ক্রেডিটকার্ড অথবা জনপ্রিয় এমএফএস সেবা) পেমেন্ট অপশন দেখাবে। কম্বল বিতরণের পর অনুদানকারীর কাছে যে ব্যক্তি কম্বল পাচ্ছেন তার ছবিসহ একটি নোটিফিকেশন পৌঁছে দেয়া হবে।