হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন
কম্পিউটিং ট্র্যাকে জাতীয় চ্যাম্পিয়ন রুয়েটের তালহা ই নূর
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১১:১৪ AM
হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ কম্পিউটিং ট্র্যাকে প্রথম স্থান অধিকার করেছেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালহা ই নূর।
সোমবার (৩০ ডিসেম্বর) হুয়াওয়ে বাংলাদেশ এর উদ্যোগে হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ পুরস্কার ও সম্মাননা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কম্পিউটিং ট্র্যাকে আরও দুটি উল্লেখযোগ্য স্থান অধিকার করেন রুয়েটের শিক্ষার্থীরা। এর মধ্যে মো. আলভী আরাফ ৫ম স্থান এবং মো. মাহফুজুর রহমান ৮ম স্থান। নেটওয়ার্ক ট্র্যাকে দ্বিতীয় হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভম আগরওয়াল এবং ৪র্থ হন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাকেশ কার। এছাড়া নেটওয়ার্ক ট্র্যাকে সজীব আখতার (৫ম), মো. ইকবাল হায়দার খান (৭ম), মো. মাঈন উদ্দীন (৯ম) এবং খন্দকার মনিরুজ্জামান (১০ম) কৃতিত্ব অর্জন করেন। ক্লাউড ট্র্যাকে ৪র্থ স্থান অধিকার করেন তানভীর মাহতাব জিহান।
রুয়েট শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উল্লেখ্য, ৭ম হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ ৭৪টি দেশ এবং ২০০০-এর বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১,২০,০০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‘কানেকশন, গ্লোরি, এবং ফিউচার’ থিমের আওতায় পরিচালিত এই প্রতিযোগিতা প্রযুক্তির আন্ত:সংযোগ এবং বৈশ্বিক প্রভাবকে তুলে ধরে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কার্ল ইউ ইং। আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বাণিজ্যিক ও বিতরণ সেলের পরিচালক মিজানুর রহমান খান চৌধুরী।