রবি ও প্রাণ-আরএফএল চুক্তিতে সই করছেন © টিডিসি ফটো
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভিশন ইলেক্ট্রনিক্স’র পণ্য এখন থেকে পাওয়া যাবে দেশের অন্যতম ই-কমার্স সাইট রবিশপে। রাজধানীতে আরএফএল’র মেগা কনফারেন্স হলে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। এর ফলে রবিশপ থেকে ইলেক্ট্রনিক্স পণ্য কেনার সুযোগ পাবেন রবি গ্রাহকরা।
রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর. এন. পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এ সময় রবির আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী এবং হেড অব সোর্সিং অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট আদনান ফিরোজসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।