ইউনেস্কো এমজিআইইপির সদস্য হলেন সোনিয়া বশির কবির

১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ AM
সোনিয়া বশির কবীর

সোনিয়া বশির কবীর

ইউনেস্কোর গবেষণা সংস্থা মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্টের (এমজিআইইপি) গভর্নিং বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। আগামী চার বছর তিনি সংস্থাটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কর্মদক্ষতা ও ব্যক্তিগত সক্ষমতার বিবেচনায় এমজিআইইপি পরিচালনা পর্ষদের ১২ জন সদস্য মনোনীত হয়েছেন। মনোনীত হওয়া প্রসঙ্গে সোনিয়া বশির কবির বলেন, ইউনেস্কো এমজিআইইপির গভর্নিং বোর্ডের সদস্য মনোনীত হতে পারাটা অত্যন্ত সম্মানের বিষয়। মনোসামাজিক শিক্ষার টেকসই উন্নয়নে আমরা কাজ করব। পাশাপাশি গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে সংস্থার সাধারণ নীতি ও পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ড, বিভিন্ন প্রোগ্রাম ও বার্ষিক বাজেট, এ অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর চাহিদা অনুযায়ী কর্মকাণ্ড নিশ্চিতকরণ, বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করবো। 

২০১২ সালে ইউনেস্কোর ক্যাটাগরি-১-এর গবেষণা সংস্থা হিসেবে দি ইউনেস্কো এমজিআইইপি প্রতিষ্ঠা করা হয়।  এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এটিই একমাত্র সংস্থা, যা শান্তি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। 

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬