বিজয় দিবস উপলক্ষ্যে দেশে মটোরোলা ব্র্যান্ডের গ্রাহকরা পাচ্ছেন দারুণ সুবিধা। মটোরোলার তিনটি মডেলের স্মার্টফোন কিনলে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই সবিধা দিচ্ছে মটোরোলার পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। ‘বিজয় উল্লাসে হ্যালো বাংলাদেশ’ শীর্ষক অফারের আওতায় ‘মটো ই৪ প্লাস’, ‘মটো ই৫ প্লাস’ ও ‘মটো ই৫’ মডেলের ফোনে এ ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা।
স্মার্ট টেকনোলজিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কেউ ক্যাশব্যাক না চাইলে মাইক্রোল্যাবস্পিকার নিতে পারবেন। এর মধ্যে ‘মটো ই৫’ মডেলের ১ হাজার ৫০০ টাকা থেকে ক্যাশব্যাক পাওয়া যাবে। এ সুযোগ পেতে গ্রাহকদের নিজের নম্বর থেকে MOTO<Space>IMEI<Space>Ratail Code পদ্ধতিতে একটি এসএমএস করতে হবে।
উল্লেখ্য, মটোরোলা বর্তমানে লেনোভোর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দীর্ঘ ১০ বছর বিরতি দিয়ে বাংলাদেশের বাজারে নতুন করে যাত্রা শুরু করেছে মটোরোলা।