স্বপ্নের ল্যাটকা খিচুড়ি প্যাকেজ
আবারও সাশ্রয়ী ও আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। চারজনের জন্য খিচুড়ি তৈরি করতে দুটি ডিমসহ মসুর ডাল, মুগডাল ও মিনিকেট চালের এই প্যাকেজ তারা দিচ্ছে ৬৫ টাকায়। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই অফার।
উপাদানগুলোর পরিমাণ:
একটি ছোট পরিবার বা চারজনের জন্য একটি আদর্শ প্যাকেজ এটি। এর আগে স্বপ্নে গরুর মাংস প্যাকেজ, রুই মাছের একাধিক প্যাকেজ, সবজির প্যাকেজ বেশ জনপ্রিয়তা পেয়েছিল গ্রাহকদের মাঝে।
আরও পড়ুন: স্বপ্ন-তে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস-আলু
বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বপ্নের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে প্যাকেজটির তথ্য প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পায় পোস্টটি।
ফারজানা ইসলাম মুনা নামের একজন সেই পোস্টে মন্তব্য করে লেখেন, ‘সত্যিই আপনাদের উদ্যোগটা অসাধারণ। এভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন। সফলতার জন্য শুধু অর্থই যথেষ্ট নয়, এর জন্য মানুষের দোয়া এবং ভালবাসার প্রয়োজন। ধন্যবাদ স্বপ্ন।’