বিশ্বব্যাপী হালাল ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন

কাহফের ডিজিটাল সেবা প্রদর্শন অনুষ্ঠানে
কাহফের ডিজিটাল সেবা প্রদর্শন অনুষ্ঠানে  © সংগৃহীত

বিশ্বব্যাপী হালাল ইন্টারনেট সেবা নিশ্চিতেরর মিশন নিয়েছে বাংলাদেশি উদ্যোগ কাহফ গার্ড। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাহফ হালাল ইন্টারনেট সেবা দিতে তাদের ডিজিটাল সেবাগুলো প্রদর্শন করেছে। অনুষ্ঠানে দুটি প্রধান প্রোডাক্ট উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে কাহফ গার্ড এবং মাহফিল। প্রতিষ্ঠানটি জানায় তাদের আরও বেশকিছু হালাল প্রোডাক্ট আসবে। এরমধ্যে রয়েছে কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম।

প্রদর্শন অনুষ্ঠানে কাহফের সিটিও ও কো-ফাউন্ডার ওমর আল জাবির বলেন, ‘গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিলো সোশ্যাল মিডিয়ায়—বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপে—যেসব অপরাধ ঘটে তা দমন করা। এই প্ল্যাটফর্মগুলোতে ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জনই ক্ষতির শিকার হয়। তারা অশ্লীল কন্টেন্ট দেখে এবং এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তাদের মানসিকতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হালাল ইন্টারনেট আনতে চাই। কাহফ সেরকমই উদ্যোগ।’

ওমর আল জাবির জানান, কাহফ গার্ড পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

কাহফের প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম বলেন, ‘আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।’ তিনি আরও বলেন, এই আয়োজনটি নিঃসন্দেহে বাংলাদশি উদ্যোক্তাদের বৈশ্বিক প্ল্যাটফর্মে নতুন কিছু করার এক দিগন্ত উন্মোচিত করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence