পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

১১ অক্টোবর ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পেঁঁয়াজ

পেঁঁয়াজ © সংগৃহীত

সবজি ও ডিমের বাজারের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দামও। মাত্র দুই দিনে কেজিতে ১০ টাকা বেড়েছে পণ্যটির দাম। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কয়েকটি এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, দেশি ও ভারত থেকে আমদানি করা উভয় পেঁয়াজই বাজারে আছে। ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা।

দুই দিন আগেও প্রতি কেজিতে ১০ টাকা কম ছিল পেঁয়াজের দাম।

দাম বাড়ার কারণ জানতে চাইলে শ্যামলী এলাকার সমবায় বাজারে একজন নারী বিক্রেতা বলেন, ‘দাম কেজিতে ১০ টাকা বাড়ছে৷ আমগো কাছে আগের পেঁয়াজ আছে৷ তাই ইন্ডিয়ানটা এখনো ১০০ কইরা বিক্রি করি। আজ আড়তেই পাইকারি ১০৫ টাকা।’

পাশের দোকানি ইসমাইল হোসেনের দাবি, শুধু আড়ৎ নয়, পেঁয়াজের দাম চড়া জেলা পর্যায়ের হাটগুলোতেও৷

তিনি আরও বলেন, ‘হাটের বাজার বাড়তি। দেশি পেঁয়াজ ৪৩০০-৪৪০০ টাকা মণ। ওইখান থেকে আড়তে যায়৷ আড়ৎ থেকে আমরা আনি। দাম বাড়ানোর আমরা কেউ না।’

জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএমডিসি ডিগ্রিটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না: বন্ধ্যাত্ব বিশ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬