ফিফা ফেসবুক পেজে চিরকুটের যাদুর শহর গানের ভিডিও

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ফিফার অফিসিয়াল পেজ-এ চিরকুটের যাদুর শহর

ফিফার অফিসিয়াল পেজ-এ চিরকুটের যাদুর শহর © সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের একটি ভিডিও তৈরির পরে শেয়ার করা হয়েছে। যা এখন ভাইরাল নেট দুনিয়ায়। দেখছে পুরো বিশ্বের কোটি কোটি ভক্ত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে উজবেকিস্তানে শুরু হচ্ছে ফুটবলেরই আরেকটি সংস্করণ ফুটসাল বিশ্বকাপ। যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এবারের দশম ফুটসাল বিশ্বকাপে ২৪টি দেশ অংশ নিচ্ছে। এই ফুটসাল বিশ্বকাপকে মাথায় রেখেই একটি রিলস বানিয়ে ফিফা নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে। আর সে রিলসেই ফিফা ব্যবহার করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের যাদুর শহর গান।

ফিফা তাদের বানানো সেই ভিডিও শেয়ার করে বাংলায় ক্যাপশন প্রকাশ করে সেখানে লিখেছে, ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।

‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়ে নিজের ফেসবুক আইডিতে সেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল আর ক্রিকেট ভালোবাসি। পুরো পৃথিবীতে ফুটবলের ব্যাপারটা দেখে ফিফা। আজ ফিফার অফিসিয়াল পেজের একটি রিলসে আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’ গানের কিছু অংশ ব্যবহার করেছে তারা। এতে আমি আপ্লুত।

বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও ফিফার অফিসিয়াল  পেজে দেখে দেশ-বিদেশের বাংলাভাষী সবাই খুশি হয়েছেন। তবে সমালোচনাকারী অনেকের মন্তব্য, এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট। যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে, ভিডিওতে সেই গানটিই বেজে উঠবে। 

প্রসঙ্গত, ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই মূলত ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে। 

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬