ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৯:০৫ AM
আজ সোমবার (১ জুলাই) ব্যাংক হলিডে। ফলে এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে ২০২৪ সালের অর্ধবার্ষিক হিসাব বিবরণী চূড়ান্ত করার জন্য ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু শাখা খোলা থাকবে।
হলিডে হওয়ায় গ্রাহক পর্যায়ে আজ কোনো লেনদেন হবে না। প্রতিবছরের ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। ষান্মাসিক ও বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য এ ছুটি থাকে। হলিডের দিন বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো লেনদেন বা দাপ্তরিক কাজ করে না ব্যাংক।
আরো পড়ুন: শিক্ষকদের বর্জনের মধ্যেই আজ পালন হচ্ছে ১০৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুনভিত্তিক অর্ধবার্ষিক আর্থিক হিসাব বিবরণী এবং ৩১ ডিসেম্বরভিত্তিক বার্ষিক বিবরণী প্রস্তুত করে ব্যাংকগুলো। বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব নিয়ে এ বিবরণী তৈরি করা হয়।
সারা বছরের হিসাব বিবরণী চূড়ান্ত করার বিষয় থাকায় বছরের দু’দিন ব্যাংক হলিডে পালিত হয়। এর মাধ্যমে ক্লোজ করা হয় বছরের হিসাব। যদিও নিরীক্ষিত বার্ষিক বিবরণী চূড়ান্ত করতে সময় লাগে বেশি।