জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ১০২০ কোটি ডলার

২৮ এপ্রিল ২০২৩, ০৩:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ © সংগৃহীত

তৃতীয় বৃহত্তম রেকর্ডে এক হাজার ২০ কোটি ডলার বেড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের একজন তিনি। এরই মধ্যে তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩০ কোটি ডলারে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স। তাদের রিপোর্ট অনুযায়ী জাকারবার্গ এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড প্রথম ত্রৈমাসিকের বিপুল পরিমাণ বিক্রয়ের সাথে বিনিয়োগকারীদের অবাক করার পরে মেটা শেয়ারের দাম বেড়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ২৪ শতাংশ কমলেও বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

গত বছর শেয়ার বাজারের পতনের কারণে সাত হাজার ১০০ কোটি ডলার বা ৫৭ শতাংশ সম্পদ হারান জাকারবার্গ। ওই সময় বিশ্বের অনেক প্রযুক্তি বিলিয়নিয়ারের ব্যক্তিগত সম্পদ কমে যায়। ওই বছরের সেপ্টেম্বরে পাঁচ হাজার ৪৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে ২০তম ধনীতে পরিণত হন তিনি। এই অবস্থান ছিল আগের বছরের চেয়ে তিন ধাপ নিচে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগের জন্য চাপ দেওয়ার ফলে এই ফলাফলে এত পরিবর্তন এসেছে বলে মনে করছে বিশেজ্ঞরা। 

কম খরচ এবং ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর দিকে মনোনিবেশের ফলে জুকারবার্গের গত বছরটিকে "দক্ষতার বছর" হিসাবে বর্ণনা করেছেন তার। এর আগে জাকারবার্গের আয় রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল ২ ফেব্রুয়ারিতে যা ১১ বিলিয়ন ডলায় থেকে বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছিল।

ট্যাগ: ফেসবুক
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতল বাংলাদেশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কর্ণফুলীতে অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোল নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্য…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকার তিন আসনে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
  • ২৫ জানুয়ারি ২০২৬