মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে কিছুটা পিছিয়ে রয়েছেন নারীরা। মুঠোফোন ব্যবহারের পুরুষের হার ৮১ শতাংশ আর নারীদের ৭৯ শতাংশ। তবে মুঠোফোনের মালিকানার দিক থেকে নারীরা পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন। বর্তমানে ৬৩ শতাংশ পুরুষের নিজের অন্তত একটি মুঠোফোন আছে, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ। অপরদিকে পুরুষদের মধ্যে ৫১ শতাংশ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন আর ৪৬ শতাংশের কিছু বেশি নারী ইন্টারনেট ব্যবহার করেন।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন। তবে সবার নিজস্ব মুঠোফোন নেই। নিজের মুঠোফোন আছে, এমন মানুষ ৫৭ শতাংশ। বাকিরা অন্যের ফোন ব্যবহার করেন। এছাড়া মাত্র ৪৯ শতাংশ মানুষ নিজে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহার করছেন। 

মূলত প্রতি তিন মাস পরপর এ জরিপ করে সংস্থাটি। সর্বশেষ জরিপটি করা হয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে। এতে ৬১ হাজার ৬৩২টি খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিবিএসের সর্বশেষ জনশুমারি অনুসারে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ। সে হিসাবে বর্তমানে প্রায় ১৩ কোটি ৬৯ লাখ মানুষ মুঠোফোন ব্যবহার করছেন। আর মুঠোফোনের মালিকানা আছে ৯ কোটি ৫৯ লাখ মানুষের। পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করছেন ৮ কোটি ৩০ লাখের বেশি মানুষ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!