দেশে জাল নোট প্রবেশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা

১৫ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © টিডিসি সম্পাদিত

দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে নগদ লেনদেনে সবাইকে সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে কিছু বিষয় অনুসরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার প্রকাশনা) ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর। এর পরিপ্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে কিছু বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ছয় হাজার মতামত, পরামর্শের সঙ্গে আছে উদ্বেগও

নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করা; বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা; নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা এবং সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসল নোট চিনুন-নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন https://www.bb.org.bd/en/index.php/currency/note। তাছাড়া, প্রতিটি ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে এক্স-ব্যানার বা পোস্টার টানানো রয়েছে।

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9