কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান

০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক (স্বতন্ত্র) হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এছাড়া আরও ৬ জনকে পরিচালক এবং ২ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং মো. মোর্শেদ হাসান খানকে আপনাদের ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে (প্রথম মেয়াদে) নিযুক্তিতে অনুমোদন প্রদান করা হলো।

এছাড়াও গত ২৮ মে অনুষ্ঠিত ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং ২৬ আগস্টে অনুষ্ঠিত ৬৮তম পর্ষদ সভায় পরিচালক হিসেবে মনোনীত আকরাম হোসেন বিপিএম (সেবা) অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), আবু নাছের মোহাম্মদ খালেন বিপিএম অ্যাডিশনাল আইজি (এইচআরএম), মো. ছিবগাত উল্লাহ বিপিএম (সেবা) পিপিএম অ্যাডিশনাল আইজি (সিআইডি), সরদার নুরুল আমিন বিপিএম (সেবা) অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), মো. কামরুল আহসান ডিআইজি এবং এ কে এম আওলাদ হোসেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিযুক্তিতে অনুমোদন প্রদান করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড (যশোর) করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। 

অধ্যাপক মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সম্পৃক্ত রয়েছেন। তার বাবা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন খান। যিনি টিএইচ খান নামেই সমধিক পরিচিত। অধ্যাপক মোর্শেদ হাসান খানের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ভাই একজন স্বনামধন্য আইনজীবী।

হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9