ব্র্যাক ব্যাংকের রেমিট্যিান্স ক্যাম্পেইনে গ্রাহক জিতলেন রয়্যাল এনফিল্ড

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ PM
অনুষ্ঠানে মাধ্যমে রেমিট্যান্স ক্যাম্পেইনে বিজয়ীর হাতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তুলে দেওয়া হয়

অনুষ্ঠানে মাধ্যমে রেমিট্যান্স ক্যাম্পেইনে বিজয়ীর হাতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তুলে দেওয়া হয় © সংগৃহীত

তিন মাসব্যাপী চলা ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইন সফলভাবে শেষ হয়েছে। ক্যাম্পেইন শেষে চট্টগ্রামের একজন রেমিট্যান্স গ্রাহক প্রথম মেগা পুরস্কার হিসেবে জিতেছেন একটি নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

প্রবাসী বাংলাদেশিদের তাদের কষ্টার্জিত অর্থ বৈধ ও নিরাপদ চ্যানেলে দেশে পাঠাতে উদ্বুদ্ধ করতেই ব্র্যাক ব্যাংক এ ক্যাম্পেইনটি চালু করে। এ ধরনের গ্রাহক-সম্পৃক্ততা উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স মার্কেটে নিজেদের নেতৃত্বস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করাই ছিল এই ক্যাম্পেইনের লক্ষ্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান গ্র্যান্ড প্রাইজ বিজয়ী মোহাম্মদ নাসেরের হাতে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি হস্তান্তর করেন। মোহাম্মদ নাসের চট্টগ্রামের মুরাদপুর ব্রাঞ্চের একজন গ্রাহক, যিনি ক্যাম্পেইনের শীর্ষ রেমিট্যান্স গ্রাহক হিসেবে পুরস্কারটি জিতেছেন। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইন রেমিট্যান্সের অন্যতম প্রধান মৌসুম ঈদুল আজহাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল। ক্যাম্পেইনজুড়ে গ্রাহকদের দেওয়া হয় নানা রকম আকর্ষণীয় পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড ও গিফট কুপন। প্রতি দুই সপ্তাহে মেগা পুরস্কার হিসেবে দেওয়া হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াটার পিউরিফায়ার। পুরো ক্যাম্পেইনজুড়ে সবচেয়ে বেশি রেমিটেন্সগ্রহীতাকে দেওয়া হয় গ্র্যান্ড প্রাইজ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংক দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আরও বেশি রেমিট্যান্স সুবিধাভোগীদের অনবোর্ডিং এবং আমাদের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ক্যাশ পিকআপ সুবিধা সহজতর করার মাধ্যমে আমরা দেশে অধিক পরিমাণে রেমিট্যান্স আনতে কাজ করছি। এ উদ্যোগ কেবল আমাদের ব্যাংকের তারল্য বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতকে সহায়তাই করছে না, বরং নিরাপদ ও বৈধ চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করছে।’

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে। এই খাতে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক উদ্যোগ গ্রাহকদের ক্ষমতায়ন, স্বীকৃতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করছে।
এ ধরনের রেমিট্যান্স ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারকে নিরাপদ, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সল্যুশন প্রদানের পাশাপাশি রেমিট্যান্স মার্কেটে নিজেদের নেতৃত্বস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করছে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9