জলাবদ্ধতায় স্থবির বেনাপোল স্থলবন্দর, ঝুঁকিতে পণ্য

০৯ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
বেনাপোল স্থলবন্দর

বেনাপোল স্থলবন্দর © টিডিসি ফটো

বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা, ফলে ঝুঁকিতে পড়েছে বন্দরে রাখা হাজার হাজার কোটি টাকার আমদানি-রপ্তানির পণ্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল রেলস্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে পুরোনো কালভার্টগুলো বন্ধ করে দেওয়া হয়। আগে যেসব পথ দিয়ে বৃষ্টির পানি দ্রুত সরে যেত, সেগুলো আটকে থাকায় এবার ভারী বর্ষণেই বন্দরের ভেতরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে করে বন্দরজুড়ে কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।

এ অবস্থায় বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানালে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মো. মামুন কবির তরফদার। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজির হাসানকে সঙ্গে নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। পরবর্তীতে ভেকু (খননযন্ত্র) দিয়ে বন্ধ হয়ে থাকা কালভার্টের সামনে জমে থাকা মাটি কেটে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়।

বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘রেলস্টেশনের নির্মাণকাজের কারণে পানি যাওয়ার পুরোনো পথ বন্ধ হয়ে গিয়েছিল। ইউএনও স্যারের সহযোগিতায় সেই কালভার্টগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে। আশা করি, পানি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হবে। এতে করে পণ্যের আর কোনো ক্ষতি হবে না।’

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী বলেন, ‘বন্দরে পানি জমে থাকায় শ্রমিকরা কাজ করতে পারছে না। এতে পণ্যগুলোও ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছি।’

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন বন্দরের সহকারী উপপরিচালক কাজী রতন, প্রকৌশল বিভাগের উপপরিচালক মোছা. রোকসানা খাতুন, উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন্দরে জরুরি ভিত্তিতে পানি অপসারণের কাজ চললেও সংশ্লিষ্টরা বলছেন, একবারের সমাধান যথেষ্ট নয়—জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9