আমদানি কমলেও রাজস্বে রেকর্ড আয় বেনাপোল কাস্টমসে, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

০২ জুলাই ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
কাস্টম হাউজ বেনাপোল

কাস্টম হাউজ বেনাপোল © টিডিসি ফটো

আমদানি হ্রাস ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে বেনাপোল কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা ছাড়িয়ে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা, যা শতকরা হিসাবে ৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ৮৫৪ কোটি ১১ লাখ টাকা। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশে, যা কাস্টমস ইতিহাসে উল্লেখযোগ্য অগ্রগতি।

তবে আশ্চর্যজনকভাবে, এই রেকর্ড রাজস্ব আদায়ের পেছনে আমদানির পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৮৯৮ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ২০ শতাংশ কম। এদিকে ভারতে রপ্তানিও কমেছে ৭ দশমিক ৪৪ শতাংশ হারে। তা সত্ত্বেও রাজস্ব বেড়েছে ৮১০ কোটি ৯১ লাখ টাকা, প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫১ শতাংশ।

বিশ্লেষণে দেখা গেছে, এ বছর রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখা শীর্ষ পণ্যের মধ্যে রয়েছে— তাজা ফল, ওভেন কাপড়, অ্যালুমিনিয়াম, মোটর যন্ত্রাংশ, ডিজেল ইঞ্জিন, পিস্টন ইঞ্জিন, স্টিল ব্লেড, ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ, টাওয়ার ও পাইপজাত পণ্য।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ‘অর্থবছরের শুরু থেকেই আমরা রাজস্ব আদায়ে কড়াকড়ি আরোপ করি। রাজস্ব ফাঁকি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমদানি কমলেও রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি একটি বড় সাফল্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে ভারত-বাংলাদেশ বাণিজ্যে অস্থিরতা দেখা দেয়, ফলে বেনাপোল দিয়ে সুতা আমদানি ও তৈরি পোশাক, পাটজাত পণ্য রপ্তানি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তা সত্ত্বেও রাজস্ব আদায়ে এই অর্জন আমাদের সক্ষমতা ও দক্ষতা প্রমাণ করে।’

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9