বাজেটে বিদেশগামী কর্মীদের জন্য সুসংবাদ

বিদেশগামী কর্মী
বিদেশগামী কর্মী  © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটে বিদেশগামী কর্মীদের জন্য সুসংবাদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণায় এ তথ্য জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে সব জেলা পর্যায়েই এই সুবিধা বিস্তৃত করা হবে।

তিনি আরো জানান, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় ডিসেম্বর ২০২৪ থেকে বাৎসরিক মজুরি বাড়ানোর হার শতকরা ৫ ভাগ থেকে বাড়িয়ে শতকরা ৯ ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিকস, কোল্ড স্টোরেজ ও দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী তিন অর্থবছরে আরও ১৫টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা হবে।

জানা গেছে, নতুন বাজেটের আকার কমলেও পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ পাঁচ লাখ ছয় হাজার ৯৭১ কোটি টাকা। তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ দুই লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) চলতি অর্থবছরের ব্যয়ের পরিকল্পনা ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, নতুন বাজেটে যা দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় তা সাত দশমিক ছয় শতাংশ বেশি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!