চসিক কর্মকর্তারা পাবেন ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা

১২ মে ২০২৫, ০১:৪৪ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:১৯ PM
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী চুক্তি স্বাক্ষর করেন 

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী চুক্তি স্বাক্ষর করেন  © সংগৃহীত

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মকর্তাদের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। শনিবার (১০ মে) ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই এমপ্লয়ি ব্যাংকিং চুক্তির ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিআরসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এপ্রিল মাসের ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েস চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড মো. শহিদুল ইসলাম খান, চট্টগ্রামের রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং ফিরোজ মাহমুদ, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্লাস্টার ম্যানেজার জাহেদুল ইসলাম মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার রুবেল সাহা, ক্যাশ ম্যানেজমেন্টের ইউনিট হেড নার্গিস আক্তার মুন্নি, এমপ্লয়ি ব্যাংকিংয়ের অ্যাসোসিয়েট ম্যানেজার তোফাজ্জল হোসেন মবিন এবং অন্যান্য টিম মেম্বাররা। 

বাংলাদেশের চাকরিজীবীদের বিস্তৃত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষায়িত ও উপভোগ্য ব্যাংকিং সেবার মাধ্যমে তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্র্যাক ব্যাংক সবসময় সচেষ্ট।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। 

১৮৯টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9