বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

স্বর্ণ
স্বর্ণ  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কম্পিউটার ও স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে। আগের দিনই এই দাম উঠে গিয়েছিল রেকর্ড ৩ হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রেক্ষাপটে স্বর্ণের দাম সম্প্রতি ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ এই বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। যদিও বাজারে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি, ফলে স্বর্ণের দাম এখনও ৩ হাজার ২০০ ডলারের উপরে অবস্থান করছে।

এদিকে, ইউএস গোল্ড ফিউচারের দামও সামান্য কমে প্রতি আউন্সে ৩ হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে নেমেছে, যা আগের দিনের তুলনায় ০.২ শতাংশ কম।

স্বর্ণ ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক বা ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বিপর্যয়ের সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

প্রসঙ্গত, চীন থেকে আমদানি করা কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর আগে আরোপ করা হয়েছিল ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক। তবে সম্প্রতি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্যকে শুল্ক ছাড়ের আওতায় আনা হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সময় যেসব পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার থেকে উল্লেখযোগ্য কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে।

বিশ্ব বিশ্লেষকদের মতে, এটি চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের শুল্ক ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence