মাউশি © ফাইল ছবি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত দুই হাজার ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী দুই হাজার ১৯৫ জন এবং কলেজ পর্যায়ের ৪৮৯ জন।
মঙ্গলবার মাউশি অধিদপ্তরে অনুষ্ঠিত জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান।
অঞ্চলভিত্তিক এমপিওভুক্তির চিত্র
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত হওয়া স্কুল পর্যায়ের দুই হাজার ১৯৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৪৩৮ জন, চট্টগ্রামে ৬০ জন, কুমিল্লায় ৪৪ জন, ঢাকায় ৭১৫ জন, খুলনায় ৫৬ জন, ময়মনসিংহে ৩০২ জন, রাজশাহীতে ৩৩০ জন, রংপুরে ৮৮ জন এবং সিলেটে ১৬২ জন রয়েছেন।
অন্যদিকে, কলেজ পর্যায়ের ৪৮৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশালে ২৭ জন, চট্টগ্রামে ২ জন, কুমিল্লায় ৫ জন, ঢাকায় ২০৯ জন, খুলনায় ৭৭ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৫৩ জন, রংপুরে ৯৩ জন এবং সিলেটে ১৩ জন রয়েছেন।