বদলির সফটওয়্যারে ত্রুটি পায়নি মাউশি, এখন কী করবে সংস্থাটি?

২৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

স্কুল-কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে এ সফটওয়্যারের মাধ্যমেই বদলি কার্যক্রম শুরু করতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সর্বজনীন বদলি নিয়ে আদালত রুল জারি করায় নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মাউশি কর্মকর্তারা।

মাউশির একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর জন্য তৈরিকৃত সফটওয়্যারের ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে। এ ট্রায়ালে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে। তথ্য ইনপুট দিতে কোনো সমস্যা হয়নি। এছাড়া অন্য কোনো কারিগরি ত্রুটিও পাওয়া যায়নি। ফলে এ সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করতে পুরোপুরি প্রস্তুত মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সফটওয়্যারে কোনো ধরনের ত্রুটি নেই। এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে নভেম্বর থেকে বদলি চালুর জন্য পুরোপুরি প্রস্তুত মাউশি। আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছি। মন্ত্রণালয়ের নির্দেশনার বদলি কবে থেকে শুরু করা যাবে সেটি বলা সম্ভব হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন প্রয়োজন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট হয়েছে। রিটের প্রেক্ষিতে একটি রুল জারি করা হয়েছে। এ রুলের জবাব শিক্ষা মন্ত্রণালয় দেবে। রুলের জবাব দেওয়ার পর বদলি শুরু হবে কি না সে বিষয়ে মন্ত্রণালয়ের একটি নির্দেশনা প্রয়োজন। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।’

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধীতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলি চালুর কথা রয়েছে। তবে সর্বজনীন বদলি নিয়ে আদালতে রিট করায় নির্ধারিত সময়ে বদলি চালু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আদর্শই আমার পথচলার পাথেয়: স্বতন্ত্রপ্রার্থী সা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘পত্রিকায় একটা জরিপ আসছে, দেইখেন’—চরমোনাই পীরকে কোন জরিপের …
  • ১৬ জানুয়ারি ২০২৬
অজ্ঞান পার্টির ডিম খেয়ে মোবাইল-টাকা খোয়ালেন এমপি প্রার্থী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9