ঢাবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

২০ মে ২০২০, ০৩:২৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের গাছ কাটা ও ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশনকে সমর্থন করায় তার পদত্যাগ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। 

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান ও সাধারন সম্পাদক সালমান ফারসি এ পদত্যাগ দাবি করেন।

এসময় আবু রায়হান খান বলেন, বর্তমান উপাচার্য সম্পূর্ণ সরকারের তাঁবেদারি করছে। আমরা অতিসত্বর তার পদত্যাগ চাই।

তিনি আরো বলেন, আমরা উপাচার্যের কাছে পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল স্টেশন হলে শিক্ষার্থীদের কি সমস্যা হবে তা তুলে ধরেছি।

সাধারন সম্পাদক সালমান ফারসি উপাচার্যকে অযোগ্য দাবি করে বলেন, আমরা জানি গণবুদ্ধিজীবী আহমদ দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্যকে নিয়ে "গাভী বৃত্তান্ত" লিখেছেন। আজ উনি বেচে থাকলে 'মেট্রো বৃত্তান্ত' লিখতেন এতে সন্দেহ নেই।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকম উপাচার্য আছে বলেই বিশ্ববিদ্যালয় আজ নামকাওয়াস্তে স্বায়ত্তশাসন ভোগ করছে।

দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬