প্রক্টরকে বয়কট করল ঢাবি শিক্ষার্থীরা (ভিডিও)

২৩ ডিসেম্বর ২০১৯, ০১:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর পদত্যাগের দাবিও জানানো হয়।

সমাবেশে ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আখতার  হোসেন বলেন, হামলার ঘটনায় প্রক্টর কী ব্যবস্থা নিয়েছেন, তা আমরা জানতে এসেছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, বরং সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে তাদের মদদ দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ২৪ ঘন্টা পার হয়েছ, অথচ প্রক্টর এখনও কোন ব্যবস্থা নেয়নি। তাই আমরা সবাই এই মুহুর্ত থেকে প্রক্টরকে বয়কট ঘোষণা করছি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক বলেন, ‘গতকাল সনজিত-সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও তাদের বহিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘এই হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও মদদ রয়েছে। এর দায় তারা এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই হামলার সঙ্গে জড়িত।’

সমাবেশে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬