শিক্ষার্থীদের ২৮ বছরের টাকা চায় ডাকসু

২৫ নভেম্বর ২০১৯, ০৪:০৩ PM

© টিডিসি ফটো

দীর্ঘ ২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত চায় ডাকসু। এছাড়া প্রতিবন্ধি শিক্ষার্থীদের ফি মওকুপ, আবাসন সমস্যা সমাধানে ‘বাঙ্ক বেড’ স্থাপন এবং ক্যাম্পাসে ইজিবাইক চালু নিয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে। এসব বিষয়গুলো গত ২০ নভেম্বর ডাকসুর সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপিতে সাতটি সিদ্ধান্তের কথা তুলে ধরে বলা হয়, দীর্ঘ ২৮ বছরে শিক্ষার্থীরা ছাত্র সংসদ বাবদ যে ফি দিয়েছে তা ফেরত চেয়ে আবেদন করবে ডাকসু। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সমুদয় অর্থ ডাকসু ফান্ডে জমা করতে হবে।

আবাসন সমস্যা নিয়ে বলা হয়, ডাকসু কর্তৃক গৃহিত শিক্ষার্থীদের সিট সমস্যা সমাধানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি হলে 'বাঙ্ক বেড" স্থাপন করতে হবে। অন্যথায় ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্যগুলো নতুন করে সংস্কার করা ও নামফলক বসানাে।

ডাকসু নেতৃবৃন্দ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২০ সালে জানুয়ারী মাসে ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ আয়োজন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের ফি মওকুফ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ গেটে ভারি যানবাহন নিয়ন্ত্রক স্থাপন করতে হবে। প্রতিটি প্রবেশ গেটে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী অথবা আনসার নিয়োগ করতে হবে।

শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এবং পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এলাকার জন্য বিশেষ “ইজিবাইক” সিস্টেম চালু করতে হবে।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬