ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষায় সেরা মাহতাব রশিদ

২০ অক্টোবর ২০১৯, ০১:১৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ‘চ’ ইউনিটে পাসের হার মোট পরীক্ষার্থীর ২.৫০ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদের সেরা ফলাফল করেছেন মাহতাব রশিদ। প্রথম স্থান অধিকারী মাহতাবের মোট প্রাপ্ত নম্বর ১৭৭.৩। তার পিতা আবদুর রশিদ, মাতা শাহীন আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

ভর্তি পরীক্ষায় জিপিএর ভিত্তিতে ৮০-এর মাহতাবের প্রাপ্ত নম্বর ৭৮.৩। এছাড়া এমসিকিউয়ে তার নম্বর ৩৪.৫। এছাড়া অংকনে ৭০-এর মধ্যে পেয়েছেন ৬৪.৫।

ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এক হাজার ৫১১ জন পরীক্ষার্থী পাস করেছেন । আর সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

এবছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার দুই জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তন্মধ্যে ১৩ হাজার সাতশত পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

এসময় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন সহ কয়েকজন ডিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ এবং গত ২৮ সেপ্টেম্বর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ দিন পর গত ২৬ সেপ্টেম্বর এবং কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল ভর্তি পরীক্ষার প্রায় তিন সপ্তাহ পর গত ১৩ অক্টোবর প্রকাশিত হয়।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬